Grammar is very important for making sentence perfectly. In this lesson I will tell how to use Modal Auxiliaries for sentence making. Let’s have a look. Let’s have a look
যে সমস্ত Auxiliary Verbs মূল Verb এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries এর তালিকা: Can/could, may/might, shall/should, will/would, must, dare, need, ought to, used to, have to, be going to, be to, would rather, had better.
Note: Modal verb এর পরে verb এর সাথে কোন কিছু (S, es, ing) যোগ না হয়ে verb এর present form বসবে।
Uses of Modal Auxiliaries
Can এর ব্যবহার
✪ অনুরোধ (Request) বুঝাতে:
যেমনঃ Can you give me a hand?
(তুমি কি আমাকে সাহায্য করতে পার?)
✪ অনুমতি বুঝাতে can ব্যবহৃত হয়।
যেমনঃ Can I use the Mobile? (আমি কি মোবাইলটি ব্যবহার করতে পারি?)
✪ দক্ষতা, ক্ষমতা বা সামর্থ বুঝাতে:
যেমনঃ I can speak English (আমি ইংরেজি বলতে পারি)
I cannot swim (আমি সাতার কাটতে পারিনা)
She can draw well (সে ভালো আঁকতে পারে)
✪ প্রস্তাব বুঝাতে:
যেমনঃ I can buy it if you want (যদি আপনি চান তবে আমি এটা কিনতে পারি)
Could এর ব্যবহার
✪ বিনীত অনুরোধ (Polite request) বুঝাতে:
যেমনঃ Could you help me to solve the problem?
(তুমি কি আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারবে?)
✪ সাধারণ অনুমতি বুঝাতে:
Could I use your book? (আমি কি বইটি ব্যবহার করতে পারি?)
✪ সাজেশন বুঝাতে:
You could consult to a lawyer about the matter.
(আপনি এই বিষয় সম্পর্কে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারেন)
✪ পূর্ব দক্ষতা বা ক্ষমতা বুঝাতে:
When I was young, I could play run fast.
(যখন আমি তরুন ছিলাম, তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম)
শর্টকাট টেকনিক ভিডিও (Modal Auxiliaries)
May এর ব্যবহার
কোন কাজের সম্ভাবনা বুঝাতে May বসে।
যেমনঃ
✪ আজ বৃষ্টি আসতে পারে – It may rain today.
✪ সে আজ যেতে পারে – He may go today.
অনুমতি চাওয়া বুঝাতে may বসে।
✪ আমি কি তোমায় সাহায্য করতে পারি? – May i help you?
✪ আমি কি ভিতরে আসতে পারি? – May i come in?
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যে May বসে।
✪ আল্লাহ তোমার মঙ্গল করুক! – May God bless you!
✪ তুমি দীর্ঘজীবি হও – May you live long.
কোন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে “হতে পারে” বুঝালে may be বসে।
✪ কলমটি দামী হতে পারে – The pen may be costly.
✪ এটা গরম হতে পারে – This may be hot
Might এর ব্যবহার:
✪ Possibility (সম্ভাবনা may থেকে কম সম্ভব) প্রকাশ করতে
যেমনঃ He might come today (তিনি আজ আসতে পারেন)
✪ Conditional এবং পূর্বে প্রকাশিত Past verb এর ক্ষেত্রে might ব্যবহার হয়
যেমনঃ If I saw him, I might suggest him.
(আমি যদি তাকে দেখতাম, তবে আমি তাকে সাজেসন দিতাম)
SHALL এর ব্যবহার:
✪ ভবিষ্যতের কোন ঘটনা ঘটবে বুঝাতে সাধারণত I/we এর সাথে shall ব্যবহার হয়। যেমন: I shall go there. (আমি সেখানে যাবো)
✪ অনুরোধ, প্রস্তাব বুঝাতে: shall ব্যবহার হয়।
যেমন:
Shall we solve the problem? = আমরা কি সমস্যাটি সমাধান করব?
Let’s solve the problem = চলুন সমস্যাটি সমাধান করি
Should এর ব্যবহার:
✪ কর্তব্য, উপদেশ বুঝাতে:
যেমনঃ We should obey our parents (আমাদের পিতামাতাকে মান্য করা উচিৎ)
You should more attention your study (তোমার পড়াশোনায় আরো মনোযোগ দেওয়া উচিৎ)
✪ বিনীত অনুরোধ জানাতে:
যেমনঃ Shall I help you?
✪ কোথাও কিছু থাকা উচিৎ………
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত
✪ Guess (ধারনা, অনুমান) বুঝাতে should ব্যবহৃত হয়।
যেমন: It should be raining now.
Will এর ব্যবহার:
✪ ইচ্ছা, আদেশ, অনুরোধ বুঝাতে
যেমনঃ Will you please stop talking? (তুমি কি কথা বলা বন্ধ করবে?)
I will by a car (আমি একটা গাড়ি কিনবো)
Will you sent the E-mail for me, please?
(তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে?)
✪ দৃঢ় প্রতিশ্রুতি বুঝাতে
যেমনঃ I will go there at any cost (আমি যেকোনভাবেই হোক সেখানে যাবো)
✪ ভবিষ্যদ্বানী এবং অনুমান বুঝাতে
যেমনঃ I think he will be able to do it (আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন)
Would এর ব্যবহার
✪ বিনীত অনুরোধ, প্রস্তাব, আমন্ত্রণ বুঝাতে:
যেমন: Would you open the door, please?
তুমি কি দয়া করে দরজাটি খুলে দিবে?
Would you you like something to drink?
তুমি কি কিছু পান করতে চাও?
✪ Preference বুঝাতে: would ব্যবহৃত হয়।
যেমন: I would like to have a cup of tea.
আমি এক কাপ চা খেতে চাই
✪ অধিকতর পছন্দ বুঝাতে rather এর সাথে would ব্যবহৃত হয়।
যেমন: He would rather die than beg (সে মরবে তবু ভিক্ষা করবে না)
✪If clause এর ক্ষেত্রে If clause টি past tense এ থাকলে Main clause এ subject এর পরে would বসে।
যেমন: If you wanted, I would wait you.
তুমি চাইলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম
Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
গঠনঃ Sub+ used to + verb1+ ext.
✪ I used to develop websites- আমি ওয়েবসাইট তৈরী করতাম।
✪ I used to live in Canada – আমি কানাডায় বাস করতাম।
✪ I used to like vegetables – আমি শাকসবজি পছন্দ করতাম।
✪ I used to go to the park – আমি পার্কে যেতাম।
Had better
You’d better go for a walk. = তুমি বরং হাটতে বের হও।
You’d better help the poor. = তুমি বরং গরিবদেরকে সাহাজ্য কর।
You’d better invite your friends. = তুমি বরং তোমার বন্ধুদেরকে নিমন্ত্রন কর।
You had better take rest. = তুমি বরং বিশ্রাম নাও।
Have to/ has to এর ব্যবহার
বাধ্যবাধকতা বুঝাতেঃ (করতে হবে, যেতে হবে এ ধরনের কথার ক্ষেত্রে) have to/ has to বসবে।
Example:
✪ I have to do – আমাকে করতে হবে
✪ I have to go – আমাকে যেতে হবে
✪ I have to play – আমাকে খেলতে হবে
✪ I have to learn – আমাকে শিখতে হবে
✪ I have to earn – আমাকে উপার্জন করতে হবে
MUST এর ব্যবহার
✪ কর্তব্য/বাধ্যবাধকতা বুঝাতে:
You must obey your parents.
(তোমার অবশ্যই পিতামাতাকে মান্য করা উচিত)
✪ উপদেশ বুঝাতে:
You must work hard. (তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে)
✪ দৃঢ় সংকল্প বুঝাতে:
I must see him succeed. (আমি অবশ্যই তাকে সফল দেখতে চাই)
NEED এর ব্যবহার
Modal হিসাবে ব্যবহারের ক্ষেত্রে Need নেতিবাচক অর্থ প্রকাশ করে। Modal হিসাবে Need Present Indefinite Tense এ ব্যবহৃত হয়।
উদাহরণঃ
You need not hurry (তোমার তাড়াহুরার প্রয়োজন নেই)
You need not have gone to market yesterday – তোমার গতকাল মার্কেটে যাবার দরকার ছিল না
Modal হিসেবে Dare এর ব্যবহার:
Modal হিসেবে Dare কোন কিছুর সাহস বুঝাতে ব্যবহার হয়।
উদাহরণঃ
How dare you say that!
How dare you laugh at me!
>> Prepared by: Farid Ahmed
>> Posted by: Learnenglish99.com